বেতন কাঠামোর দাবিতে আমরণ অনশন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-09 21:27:25

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে আমরণ অনশন শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন সহকারী শিক্ষকরা। সেখানে সমাবেশে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আলম বলেন, ‘এখানে ৫০-৬০ হাজার শিক্ষক উপস্থিত রয়েছেন। এ দাবি আদায় বা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া গেলে আমরা কর্মসূচি চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের কেবলই নীচের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে। প্রধান শিক্ষকরা যদি দশম গ্রেড হয় আমরা এগারোতে থাকব। ওরা এগারো হলে আমরা বারোতে। অথচ আমাদের বেতন গ্রেডে তিনটি ফারাক। এই তথ্যটি হয়তো প্রধানমন্ত্রী জানেন না। আমরা বঙ্গবন্ধুর করা স্কেল ফেরত চাই। তিনি যোগ্যতার ভিত্তিতে স্কেল করেছিলেন। সহকারী আর প্রধানদের মধ্যে আলাদা স্কেল ছিলে না। আজকে আমাদের মধ্যে তিনটি গ্রেডের পার্থক্য। এই বৈষম্য দূরীকরণে আমরা আমরণ অনশন চালিয়ে যাব ‘

এ সম্পর্কিত আরও খবর