আড়াই ঘণ্টা পর মিরপুরের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:23:01

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলপাড়ের চেরি নামক পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট টানা আড়াই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫মিনিটে সিটি পার্কের ১০ তলা ভবনের ৬ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ২৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ তলা ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য এর আগে ২৮ মার্চ (বৃহস্পতিবার) বনানীর ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারে ভযাবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় অগ্নিসেনা সোহেল রানা সহ ২৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৭০ জন।

আরও পড়ুন: মিরপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

এ সম্পর্কিত আরও খবর