তালতলীতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 03:14:46

বরগুনার তালতলীতে শ্রেণিকক্ষের  ছাদের পলেস্তারা খসে পড়ে  তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়।  আহত হন আরও পাঁচ জন।

এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছে। একই সঙ্গে ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করতে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেনকে আহ্বায়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মাহবুবুর রশীদকে সদস্য করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ওই স্কুলটির ছাদের পলেস্তারা খসে পড়ে মনসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর