রংপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা ২৪.কম | 2023-09-01 18:31:25

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে দেয়ার অভিযোগে আজিজুল ইসলাম নামে এক যুবক আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি আ.ন.ম ইমরান খান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১ এপ্রিল) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ চক্রপানি এলাকা থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের সদস্য আজিজুল ইসলাম (১৫) কে আটক করা হয়। আটক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রছাত্রীদেরকে প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত বলে স্বীকার করেন।
ইমরান খান আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন আজিজুল। সে হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতেন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।

 

এ সম্পর্কিত আরও খবর