এবার বনানীর এফআর টাওয়ারের জমির মালিক গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 11:50:53

এবার রাজধানীর বনানীর ফারুক ও রূপায়ণ (এফআর) টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককেও (৬৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩০ মার্চ) রাত ১টার দিকে ফারুককে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তর এসি সাকলাইন সিথিল।

তিনি জানান, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এফআর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককে (৬৫) গ্রেফতার করা হয়েছে। তাকে গোয়েন্দা পুলিশ প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে রাত সাড়ে ১০টায় এফআর টাওয়ারের অবৈধ ফ্লোরগুলোর মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর এফআর টাওয়ারের জমির মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ণ গ্রুপ যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করে। তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১৮ তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেয়। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর ভবনটিকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ জন নিহত হয়। এছাড়া ৭০ জন আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর