ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুরে চক্রাকার বাস চালু

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-17 20:58:55

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে চক্রাকার বাস (সার্কুলার বাস সার্ভিস) চালু করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে কলাবাগান এলাকা থেকে এর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. ফরিদ আহমদ ভূঁইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।

সরকার নিয়ন্ত্রিত পরিবহন সংস্থা বিআটিসি'র শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিস ব্যবস্থার মধ্য দিয়ে এই রুটে অন্যান্য পরিবহন সরিয়ে নেওয়া হবে। প্রথম অবস্থায় বিআরটিসি’র ২০-২৫টি বাস চালু থাকবে। পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দিলে বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। দূরত্ব অনুযায়ী ভাড়া ১০, ২০ ও ৩০ টাকা।

প্রতি পাঁচ মিনিট পর পর নির্দিষ্ট কাউন্টারে বাসগুলো উপস্থিত হয়ে যাত্রী ওঠাবে। যাই থাকুক পাঁচ মিনিটেই বাসটি কাউন্টার ছেড়ে যাবে।

সার্কুলার বাস সার্ভিসগুলো আজিমপুর হয়ে নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমণ্ডি ২নং রোড-সাত মসজিদ রোড-ধানমণ্ডি ২৭-সোবহানবাগ-রাসেল স্কয়ার-কলাবাগান-ধানমণ্ডি ৬নং রোড- ৩নং রোড-সাইন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং-সাইন্সল্যাব-ধানমণ্ডি ২নং রোড হয়ে সাত মসজিদ রোডে চলাচল করবে।

অন্যদিকে সোবহানবাগ হয়ে রাসেল স্কয়ার দিয়ে কলাবাগান-ধানমণ্ডি ৬নং রোড ক্রসিং- ৩নং রোড ক্রসিং-সাইন্সল্যাব-বাটাক্রসিং-কাটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-৩নং রোড-৬নং রোড ক্রসিং-কলাবাগান-সোবহানবাগ-ধানমণ্ডি ২৭নং রোড পূর্ব মাথা-সাত মসজিদ রোড-বিজিবি-ধানমণ্ডি ২নং রোড-৩নং রোড ইউটার্ন-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট রুটে চলাচল করবে।

সার্কুলার বাসের জন্য ৩৬টি স্টপেজ থাকবে। বাসগুলো আপ এবং ডাউনে যেসব জায়গায় স্টপেজ থাকবে তাতে দেখা গেছে, কাটাবন-নীলক্ষেত রাস্তার এলইডি সাইনের সামনে ও বিপরীত পাশে স্টপেজ রয়েছে। এছাড়া নীলক্ষেত-পলাশীর পলাশীতে স্টপেজ থাকবে।

মিরপুর রোডের নিউমার্কেট-সাইন্সল্যাবগামী বাস থামবে নিউমার্কেট বাস বে। অন্যদিকে সাইন্সল্যাব হয়ে নিউমার্কেট যে বাসটি যাবে সেটা থামবে বলাকা সিনেমা হলের সামনে। ঢাকা কলেজ-সাইন্সল্যাব রোডে যে বাসটি চলবে সেটি থামবে টিসার্চ ট্রেনিং কলেজের সামনে। এছাড়া সাইন্সল্যাব-ঢাকা কলেজগামী বাস থামবে জনতা ব্যাংকের সামনে।

বাস স্টপেজ থাকছে পপুলার মেডিকেলের পশ্চিমে, সিটি কলেজের পশ্চিমে, ব্যাংক এশিয়ার সামনে, সীমান্ত ব্যাংক যাত্রী ছাউনী, ইউল্যাবের সামনে, মেডিনোভার সামনে, ফেয়ারী প্লাজা, আলমাসের সামনে, শংকর বাসস্ট্যান্ড, ৫২নং বাসার সামনে, কবি নজরুল ইনস্টিটিউট ইন্টারসেকশন, সোবহানবাগ দ্বীন মোহাম্মদ হাসপাতালের সামনে, প্রিন্স প্লাজা ও হোসেন প্লাজার সামনে, কলাবাগান মাঠের বিপরীতে, কলাবাগান মাঠের পাশে, ধানমণ্ডি ৮নং রোড মাঠের বিপরীতে-ল্যাবএইডের সামনে, ল্যাবএইডের বিপরীতে, সাইন্সল্যাব গেটের সামনে, আল আরাফঢা ইসলামী ব্যাংকের সামনে, পলাশী মোড় এবং আজিমপুর মোড়।

 

এ সম্পর্কিত আরও খবর