শিশুর শৈশব ধ্বংস হয় পিইসি পরীক্ষায়!

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-27 07:25:43

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাকে 'শিশুর শৈশব ধ্বংসকারী' আখ্যা দিয়ে এটি বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখা।

রোববার (২৪ মার্চ) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনটির ময়মনসিংহ জেলা আহ্বায়ক অজিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম আরিফুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- আনন্দমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সাধারণ সম্পাদক গৌতম কর ও নাসিরাবাদ কলেজের সংগঠক শুভ।

সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে সারা দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবকরা ধারাবাহিকভাবে পিইসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অবিলম্বে এ বছর থেকে পিইসি পরীক্ষা বাতিলের দাবি জানান নেতারা।

এ সম্পর্কিত আরও খবর