খুলনায় তেলবাহী লরিতে আগুন

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-30 23:35:31

খুলনায় খুচরা দোকানে তেল বিক্রির সময় তেলবাহী একটি লরিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। তবে আশপাশে থাকা লোকজন দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রূপসা বাইপাস সড়কের মোস্তর মোড় নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যমুনা অয়েলের তেলবাহী একটি লরিতে সোনাডাঙ্গা বাইপাস ও জয়বাংলার মোড়ের অদূরে থাকাকালীন আগুন লাগে। লরিতে তেল থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে আশপাশে থাকা তেলের ড্রাম ও বেশকিছু জিনিসপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী রেজাউল করিম বার্তা২৪.কম বলেন, ‘রূপসা বাইপাস সড়কের মোস্তর মোড়ে খুচরা দোকানে তেল বিক্রির সময় যমুনা অয়েলের তেলবাহী একটি লরিতে আগুনের ঘটনা ঘটে। লরিতে পেট্রোল বা অকটেন ছিল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন বা স্পার্কিংয়ের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। আগুনে কেউ আহত হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর