দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:16:33

দ্বিতীয় দিনের মতো রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সড়কে নামেন তারা।

অবরোধকারীরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী।

সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, নটর ডেম কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে আন্দোলনে যোগ দেন।

ওই সড়কে ‘সুপ্রভাত’ বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় বিইউপি শিক্ষার্থী আবরার মারা যান। তারপর থেকেই আবার শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে রাজধানীতে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আরও পড়ুন: বন্ধুর রক্তের ওপর শুয়েছিল ওরা

আরও পড়ুন: কোন আশ্বাসে বিশ্বাসী নন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

এ সম্পর্কিত আরও খবর