ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় মন্ত্রিসভায় শোক, নিন্দা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:19:55

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের স্মরণে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। দুষ্কৃতকারীদের ওই হামলায় মুসল্লি হত্যার ঘটনায় শোক প্রস্তাবে নিন্দাও প্রস্তাব জানানো হয়।

সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত শুক্রবার (১৫ মার্চ) দুষ্কৃতকারীর হামলায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা ও গুলি চালিয়ে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জনকে হত্যা করা হয়। মন্ত্রিসভায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর