চট্টগ্রামে হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-30 07:53:31

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও হাইটেক পার্ক কতৃপক্ষের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও ইনকিউবেশন সেন্টার। এ সংক্রান্ত দুইটি প্রকল্প ২০০ কোটি টাকা ব্যয়ে ১১.৫৫১ একর জায়গার উপর নির্মাণাধীন রয়েছে।

এ দু’টি প্রকল্পের একটি আগ্রাবাদের ব্যাংক- সিঙ্গাপুর মার্কেটের উপরে ৬ থেকে ১১ তলা ভবনে এবং আরেকটি চান্দঁগাও বিএফআইডিসি রোড সংলগ্ন ৬ থেকে ১১ ভবনে স্থাপন করা হচ্ছে। এই দুই পার্কে প্রায় ২৫০০ কর্মসংস্থান হবে।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই দু’টি প্রতিষ্ঠান সামান ভাগ করে নেবে। প্রথম ৩০ বছরে ব্যয়ের অর্থ আদায় হবে।

এ বিষয়ে সোমবার (১১ মার্চ) চসিক হল রুমে বাংলাদেশ হাই টেক পার্ক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম ও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসব তথ্য জানানো হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক) প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর