নারী নির্যাতনকারীর পরিচয় ভালোভাবে প্রচার করুন: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:35:46

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের ছবি এবং নাম-পরিচয় ভালোভাবে প্রচার করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা এসব কাজ করছে, তাদের নামধাম-পরিচয় ভালোভাবে প্রচার করা দরকার। নির্যাতিতা নারী নয়, যে ধর্ষক বা নির্যাতনকারী, তার চেহারা এমনভাবে প্রচার করতে হবে যেন সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণার চোখে দেখে।

শেখ হাসিনা বলেন, ধর্ষণকে অত্যন্ত গর্হিত কাজ। আজকাল প্রায়ই শিশু ও নারী ধর্ষণের কথা শোনা যাচ্ছে। যারা এ কাজ করে তারা সমাজের শত্রু।

সরকারপ্রধান বলেন, এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, সমস্যাটি বিশ্বব্যাপী। উন্নত, সভ্য দেশেও এ সমস্যাটা রয়েছে। এর বিরুদ্ধে আরও জনমত সৃষ্টি করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর