রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 03:39:09

রাজধানীতে ভোর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে মৃদু ঠাণ্ডা বাতাসও। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫ টা থেকে এ বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ছাতা নিয়ে বের হতে দেখা গেছে। ফাল্গুনের ১৩ তারিখের এ বৃষ্টি রাস্তার ধুলোবালি কমানোর পাশাপাশি বিভিন্ন বৃক্ষরাজি ও পরিবেশের উপর সজীবতা নিয়ে আসে।

আবহাওয়া অফিস বলছে, সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওায়া শুষ্ক থাকতে পারে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর