চকবাজারের অগ্নিকাণ্ড তদন্তে ১২ সদস্যের কমিটি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:29:25

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজুল হককে আহ্বায়ক করে এ কমিটি করা হয়। কমিটিকে পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিল্পমন্ত্রী হলেন নুরুল মজিদ হুমায়ুন ঢামেক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রতিনিধি হিসেবে থাকছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক, বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ কমিশনার ঢাকা মেট্রো পলিট্রন পুলিশ, জেলা প্রশাসক ঢাকা, ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিল।

সভাপতি – সাধারণ সম্পাদক বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সভাপতি-সাধারণ বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশেন, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিক্যালস মার্চেন্টস অ্যাসোসিয়েশন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি অব কেমিক্যাল সাইয়েন্টিস, পরিচালক, প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।  

এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকার কারণেই মূলত আশপাশের ভবনগুলোতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর