'সিটি কর্পোরেশনকে এককভাবে দায়ী করলে চলবে না'

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 22:57:58

পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনায় সিটি কর্পোরেশনকে এককভাবে দায়ী করে চলবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'এই ঘটনায় শুধু সিটি কর্পোরেশনকে এককভাবে দায় দিলে চলবে না, এখানে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করি।'

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধে আহতদের দেখতে এসে এসব কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'চকবাজরের শিল্পপল্লী একদিনে গড়ে ওঠেনি। এটি বছরের পর বছর অব্যবস্থাপনার মধ্য দিয় গড়ে উঠেছে। এগুলোকে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারলে এ ধরণের ঘটনার আশঙ্কা কমে যেত।'

তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি শিল্পপল্লী অন্যত্রে সরে নেওয়ার। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি ক্ষয় ক্ষতি যেন আর না বাড়ে সেজন্য সম্মিলিতভাবে কাজ করতে বলা হয়েছে। আর হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছি।'

এ সম্পর্কিত আরও খবর