অভিযান সমাপ্ত ঘোষণা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 19:13:37

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাঈদ খোকন বলেন, আমরা মর্মাহত। ৭০ জন নাগরিক প্রাণ হারিয়েছে। হতাহতের সংখ্যা ৪১ জন। আহতদের মধ্যে ৩০-৩২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) চকবাজার অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযান সমাপ্ত শেষে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, 'নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। যাদের পরিচয় শনাক্ত করা প্রাথমিকভাবে সম্ভব হচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। সকল প্রকার পরীক্ষানিরীক্ষা শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় শনাক্ত হবে তাদের জোরাইন কবরস্থানে দাফন করা হবে।'

এখন আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানসহ সকল প্রকার অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে বলেও জানান তিনি।

মেয়র বলেন, 'ঘটনাস্থল থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া এই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের লিস্ট করা হচ্ছে। সরকার থেকে  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।'

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে থাহলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, 'এলাকায় কোনোভাবেই কেমিক্যাল গোডাউন রাখা যাবে না। এ বিষয়ে আমাদের অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম।  এই অভিযানের মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল। আমরা আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন বা কারখানা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে আমাদের যদি শক্তি ও বল প্রয়োগ বা আরও কঠোর হতে হয় আমরা তাই হব।'

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সহায়তা প্রয়োজন রয়েছে তারা-০২-৯৫৫৬০১৪ নাম্বার ফোন করে সাহায্য চাইতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া স্থানীয় কাউন্সিলর অফিসসহ স্থানীয় থানায় সাহায্য চাইতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর