মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 22:04:45

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর একটি ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

মোহাম্মদপুর থানাধীন সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন কলেজ গেইট এলাকায় অন্তত ৩০টি ওষুধের ফার্মেসীতে অভিযান চালাচ্ছে র‌্যাবের এর ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‌্যাব- এর কোম্পানি কমান্ডার (সিপিসি-) মহিউদ্দিন ফারুকী বার্তা২৪.কমকে বলেন, ‘অভিযান শুরু করেছি। ইতোমধ্যে কয়েকটি দোকানে নকল মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়াও ভারতীয় সরকারি ওষুধ, যা দেশে বিনামূল্যে বিতরণ করা হয়, তেমন ওষুধও পাওয়া গেছে।’

এদিকে সরেজমিনে দেখা যায়, কলেজ গেইটের অবস্থিত প্রত্যেকটি ওষুধ দোকানের সামনে র‌্যাব সদস্যরা অবস্থান করছেন। যাতে কোনোভাবেই ওষুধের দোকানদাররা দোকান বন্ধ করে পালিয়ে না যেতে পারেন।

অন্যদিকে অভিযান পরিচালনাকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বার্তা২৪. কমকে বলেন, ‘দুটি দোকানে আদালতের কার্যক্রম পরিচালনা করেছি। সেখানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি, কতগুলো নকল ওষুধ পেয়েছি। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধে নতুন মেয়াদ বসানো হয়েছে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ড জরিমানা করার প্রক্রিয়া চলছে।’

এ সম্পর্কিত আরও খবর