মাঘের শেষে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-13 16:58:01

মাঘের প্রায় শেষ, দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে রাজধানী ঢাকাসহ পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ঢাকার কিছু অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। গতকাল শুক্রবার রাত থেকে আকাশ মেঘলাসহ হালকা ঠান্ডা বাতাস বইছে।

এর আগে শুক্রবার পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ওই দিন সূর্যের দেখা পায়নি জেলাবাসী।

আবহাওয়া অফিস বলছে- এ বৃষ্টি আরও দু'একদিন থাকতে পারে।

এদিকে কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্বল্পমাত্রার বৃষ্টিতে ফসলের মধ্যে আলুর কোনো ক্ষতি হবে না। তবে আকাশ যদি আরও দুই থেকে তিনদিন মেঘলা থাকে তাহলে আলুর ‘লেড ব্রাইট’ নামক রোগ হতে পারে। বৃষ্টি হলে গমের জন্য উপকার হবে। কারণ আর কিছুদিন পরে গমের জন্য সেচের প্রয়োজন হবে। বৃষ্টির ফলে মাটি নরম হবে এবং নতুন ফসল লাগানোর জন্য উপযুক্ত হবে।

এ সম্পর্কিত আরও খবর