‘আজিজুল ইসলাম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত মানুষ’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:06:49

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আখতারুজ্জামান বলেছেন, ‘আজিজুল ইসলাম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত সাহসী মানুষ। ব্যক্তি জীবনেও সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন। স্বল্পভাষী, সদালাপী, স্বার্থহীন মানুষ ছি‌লেন।‌’ ‌

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ সদ্য প্রয়াত আজিজুল ইসলামের স্মরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন। বাংলাদেশ শিক্ষক সমিতি এ স্মরণসভার আয়োজন করে।

ঢাবি ভিসি বলেন, ‘একজন আদর্শ শিক্ষক বলতে যাকে বোঝানো হয়, তিনি হলেন আজিজুল ইসলাম। তি‌নি শিক্ষকদের দাবি আদায় আন্দোলনের প্রাণপুরুষ ছি‌লেন। শিক্ষক‌দের দা‌বি আদা‌য়ে কঠোর পরিশ্রম ক‌রে‌ছেন। তার ফলশ্রুতিতে শিক্ষক‌দের আজ উন্নতি সাধন হ‌য়ে‌ছে।’

শিক্ষক আন্দোল‌নে আজিজুল ইসলামের অন্যতম সহযোদ্ধা কাজী ফারুক আহমেদের সভাপ‌তি‌ত্বে স্মরণসভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- এম এ সাত্তার, গোলাম রাব্বানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আজিজুল ইসলামের সর্বশেষ কর্মস্থল ‌ছি‌ল তৎকালীন ঢাকা মহানগরীর কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চ বিদ্যালয় যা বর্তমানে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। তিনি ৩১ জানুয়ারি রাতে অ্যাপলো হাসপাতালে মারা যান।

এ সম্পর্কিত আরও খবর