ইউপি নির্বাচন: ইভিএম বাবদ ৪৪৫ কোটি টাকা চায় ইসি

বিবিধ, জাতীয়

আসিফ শওকত কল্লোল, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 05:41:48

আসন্ন উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ইভিএম প্রকল্পের আওতায় অর্থমন্ত্রণালয়ের কাছে চলতি অর্থবছরে বরাদ্দের তৃতীয় ও ৪র্থ কিস্তির ৪৪৫ কোটি টাকা ছাড় করার অনুরোধ জানাবে ইসি।

রোববার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয় খুব শিগগিরই বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে মিটিং করবে ইসি।

সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আর মার্চের প্রথম সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে এবার সব জেলার সদর উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনিক বিভাগ অনুযায়ী ৪ ধাপে উপজেলা নির্বাচন হবে। তবে যেসব উপজেলার মেয়াদ পরে শেষ হবে সেসব উপজেলায় একত্রে পঞ্চম ধাপে নির্বাচন হবে। কোন উপজেলার মেয়াদ কবে শেষ হবে সে তথ্য জেলা প্রশাসন থেকে সংগ্রহ করবে ইসি।’

এ সম্পর্কিত আরও খবর