অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-03-28 15:52:12

অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে চট্টগ্রামের বাকলিয়া থানায় অবস্থিত তিন সেমাই ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জারমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে থানার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো: আনিছুর রহমান।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, রাজাখালীতে অবস্থিত বিভিন্ন সেমাই কারখানা পরিদর্শন করে তিনটি কারখানায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। যার কারণে, তাদের তিন দোকান মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরমধ্যে আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং হোসেন ফুডস কোং-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এ সম্পর্কিত আরও খবর