সিলেটে পৌঁছে মাজার জিয়ারত পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-26 09:34:16

সিলেট-১ আসনের সাংসদ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেটে ফিরেই হযরত শাহজালাল ও শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করেছেন।

নির্বাচনের দুই সপ্তাহ পর মন্ত্রী হয়ে সিলেট ফিরলেন তিনি।

মঙ্গলবার ( ১৫ জানুয়ারি) বেলা দেড়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ড. এ কে  আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তৃতীয় সিলেটী মন্ত্রী হলেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সিলেট বিভাগের কৃতিসন্তান প্রয়াত আবদুস সামাদ আজাদ ও হুমায়ূন রশীদ চৌধুরী।

ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত সিলেটের মানুষ। তার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে তাকে চেম্বার মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া  বুধবার (১৬ জানুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর