শপথ নিলেন জাপার এমপিরা

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 23:33:42

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে দলের ২১ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।

জানা গেছে, আজ বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপার শপথগ্রহণকারীরা হলেন- রংপুর-১: মসিউর রহমান রাঙা, ঢাকা-৪: সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬: কাজী ফিরোজ রশীদ, বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার, ফেনী-৩: মাসুদ উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ-৫: একেএম সেলিম ওসমান, লালমনিরহাট-৩: গোলাম মোহাম্মদ কাদের, নীলফামারী-৩: রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪: আহসান আদেলুর রহমান, ‌পি‌রোজপুর-৩: রুস্তম আলী ফরাজী, কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু, ময়মনসিংহ-৪: বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮: ফখরুল ইমাম, সুনামগঞ্জ-৪: পীর ফজলুর রহমান মিসবাহ, ব‌রিশাল-৩: গোলাম কি‌বরিয়া টিপু, ব‌রিশাল-৬: নাস‌রিন জাহান রত্না, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী, কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহম্মেদ।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর