খুলনার ৬টি আসনে আ. লীগের প্রার্থীরা জয়ী

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:19:07

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

রোববার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী খুলনার ৬টি নির্বাচনী আসনে ৭৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা হেলাল হোসেন বেসরকারিভাবে এ ঘোষণা দেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের ১০৭টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৪৩৭ ভোট।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের ইভিএম মেশিনের ভোটে ১৫৭ টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল ১ লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৭ হাজার ৩৭৯ ভোট।

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের ১১৭ টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩ হাজার ৬০৬ ভোট।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের ১৩১টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি ও তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী ২লাখ ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ১৩৩টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ২লাখ ৩১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টানা ৩য় বারের মতো এ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম সরওয়ার পেয়েছেন ৩২ হাজার ৯৫৯ ভোট।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ১৪১ টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাবু ২লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা আবুল কালাম আজাদ পেয়েছেন ১৯ হাজার ২৫৭ ভোট।

উল্লেখ্য, দুপুরে সংবাদ সম্মেলন করে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঐক্যফ্রন্টের খুলনার ৫টি আসনের প্রার্থীরা নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন।

ভোট প্রত্যাখানকারী প্রার্থীরা হলেন, খুলনা-১ আসনের আমীর এজাজ খান, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের মিয়া গোলাম পরওয়ার ও খুলনা-৬ আসনের আবুল কালাম আজাদ।

এ সম্পর্কিত আরও খবর