নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণফ্রন্ট প্রার্থী

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:26:25

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী মনিরা বেগম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি খুলনা-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েলকে নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন। মনিরা বেগম মাছ প্রতীক পেয়েছিলেন।

খুলনা-২ আসনে তিনিই ছিলেন একমাত্র নারী প্রার্থী। তবে নির্বাচনী এলাকায় কখনও তাঁর প্রচার-প্রচারণা লক্ষ্য করা যায়নি।

গণফ্রন্টের প্রার্থী মনিরা বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘আমি খুলনা-১ আসনের বাসিন্দা। দীর্ঘদিন বিদেশে ছিলাম। সম্প্রতি দেশে ফিরেছি আমি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিদেশে থাকায় খুলনা-২ আসন থেকেই আমার মনোনয়নপত্র জমা দেয় আমার পরিবারের সদস্যরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। তিনি প্রধানমন্ত্রীর ভাই। এটা আমি আগে জানতাম না। জানলে জুয়েল ভাই এর আসনে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করতাম না।

আমি শেখ সালাহউদ্দিন জুয়েলকে নৌকা প্রতীকে সমর্থন দিচ্ছি। শেখ সালাহউদ্দিন জুয়েল জিতলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নৌকা প্রতীকে পূর্ণ সমর্থন দিয়ে আমি নির্বাচন কার্যক্রম থেকে সরে দাঁড়ালাম।’

এ সম্পর্কিত আরও খবর