সিলেটে নাশকতা রোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:45:11

সিলেটে পিনপতন নীরবতা নেমে এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরণের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আটককৃতরা নিয়মিত মামলার আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটককৃতদের মধ্যে রয়েছেন কোতোয়ালী থানায় ২০ জন, জালালাবাদ থানায় এক জন, এয়ারর্পোট থানায় ১৫ জন, মোগলাবাজার থানায় চার জন, শাহপরাণ থানায় চার জন ও দক্ষিণ সুরমা থানায় ৯ জন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা জানান, মহানগর এলাকা থেকে  যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। পুলিশ রাজনৈতিক কর্মী হিসেবে কাউকে আটক করছে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর