শহীদ মিনারেও নৌকা-ধানের শীষ-লাঙ্গল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 11:58:05

জমে উঠেছে একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। যার বাস্তব চিত্র ফুটে উঠেছে বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা রাজনৈতিক দলগুলোর স্লোগানে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মিছিল শোডাউন করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনামুখর স্লোগানের চেয়ে দলীয় প্রধান শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচএম এরশাদের নাম ধরে দেওয়া স্লোগানে মুখরিত করে তোলেন শহীদ মিনার প্রাঙ্গন। কেউ কেউ শ্রদ্ধাঞ্জলির ফুলে দলীয় প্রতীক তুলে ধরে চালিয়েছেন কৌশলী প্রচারণা।

এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণে আসা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এমন স্লোগানে বিব্রত সচেতন মহল। তাদের অনেকেই জাতীয় দিবসগুলোতে এমন স্লোগান না দেওয়ার পক্ষে।

কারমাইকেল কলেজের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সুজিৎ চন্দ্র কর্মকার বলেন, ‘জাতীয় দিবসগুলোতে প্রায়ই রাজনৈতিক দলগুলো নেতাদের নাম ধরে স্লোগান দেয়। এটা কাম্য নয়। কারণ মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। এ চেতনাকে জাগ্রত করতে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক দলগুলোর উচিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের স্লোগানগুলো বেশি বেশি উচ্চারণ করা।’

রোববার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভোরে মহানগর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনগুলো জয়বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা-নৌকা এ স্লোগানে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় এরশাদের লাঙ্গল স্লোগানে জেলা ও মহানগর জাতীয় পার্টি পুষ্পস্তবক অর্পণ করে। দুপুর ১২টায় খালেদা জিয়া ও ধানের শীষ স্লোগানে মুখরিত বিশাল মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর