‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি’

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 13:55:34

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ভোটে পরাজিত হবার আশঙ্কা থেকে তার আজগুবি সব অভিযোগ করছে।’

শনিবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলমগীর হোসেন বলেন, ‘১২ ডিসেম্বর রাতে শহরের তিতাস সিনেমা হল এলাকায় যে হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো সংগঠনের যোগসূত্র নেই। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এমনটি ঘটতে পারে বলে অমরা ধারণ করছি।’

তিনি আরও বলেন, ‘এছাড়া সদর রোডে একটি দোকান ভাঙচুর ও এক যুবদল কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।’

এর আগে সকালে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা আওয়অমী লীগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মোল্লা, সাংস্কৃতি সম্পাদক স্বপন ব্যনার্জী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলী আশরাফ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উজ্জল কুমারবসুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর