২০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে স্কুলব্যাগ

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:00:25

সামনেই জানুয়ারি মাস। জাতীয় নির্বাচনের কারণে একটু আগে ভাগেইে এবার সমাপনী পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন অপেক্ষা ফলাফল আর নতুন বছরে নতুন বই। গত কয়েক বছরের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাবে শিশুরা।

কিন্তু নতুন বছর নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার আগেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেয়া হয়েছে নতুন স্কুলব্যাগ। ব্যাগ পেয়ে খুশিতে আপ্লুত সৃষ্টি, হৃদয়,আসমানী, ঈশিতা, মীম, নিশানসহ অনেকে। তাদের মতো ২০০ অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে ব্যক্তি উদ্যোগে।

কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা খানম ও তার সহকর্মীদের উদ্যোগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে মশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিশুদের মাঝে এসব স্কুলব্যাগ বিতরণ করা হয়। শিক্ষকদের ও মহৎ উদ্যোগের সাথে যুক্ত আছেন সংবাদকর্মী জামাল।

ব্যাগ পাওয়া ঈশিতার মা আমেনা খাতুন খুব খুশী। তিনি বলেন, ‘ঈশিতার লেখাপড়ার ইচ্ছা দেখে পাশের গ্রামের এনজিও পরিচালিত একটি স্কুলে প্রাক প্রাথমিক পড়িয়েছি। গতবছর তাকে এই স্কুলে শিশু শ্রেণীতে ভর্তি করেছি। সে স্কুলব্যাগ তো পাইছে, এখন ওর খুব ভালো লাগছে।’

ব্যাগ প্রদানের উদ্যোক্তা সহকারী শিক্ষক নাদিরা খানম, শাহীনা বেগম ও শহীদুল ইসলাম বলেন, ‘সমাজই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে। শিক্ষায় অগ্রসর হওয়া ও দারিদ্র্যকে জয় করতে পারলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীই একদিন নেতৃত্ব দেবে।’

মশান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা খানম বলেন, ‘এই বিদ্যালয়ে ৪০০ বেশি শিশু শিক্ষার্থী আছে। তাদের অনেকেই দরিদ্র। গ্রামাঞ্চলে এসব শিক্ষার্থীদের অভিভাবকরা দিন আনে দিন খায়। তার উপর তাদের সন্তানদের স্কুলব্যাগ কিনে দেওয়ার মতো অবস্থা অনেকেরই থাকে না। যারা স্কুলব্যাগ পেয়েছে তাদের মুখের হাসি আমার কাছে ভালো লেগেছে।’

এ সময় স্কুলব্যাগ প্রদানের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এ প্রধান শিক্ষিকা।

এ সম্পর্কিত আরও খবর