ইউনিগ্যাস ডিস্ট্রিবিউটরস মিট ২০২২ অনুষ্ঠিত

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 05:45:53

ইউনিগ্যাস ডিস্ট্রিবিউটরস মিট ২০২২ অনুষ্ঠিত হলো গতকাল ২৭ এবং আজ ২৮ নভেম্বর ২০২২।

এ অনুষ্ঠানে গত দুবছরে ইউনিগ্যাসের অর্জন, সাফল্য ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। ২০২০ সালের ২৬ মার্চ কমার্শিয়াল লঞ্চ হওয়ার পর গত ২ বছরে ইউনিগ্যাস বাংলাদেশ এলপিজি ইন্ডাস্ট্রিতে অন্যতম উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে।

অল্প সময়ের মধ্যেই ইউনিগ্যাস দেশের উত্তরাঞ্চলে বিপনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং মোংলায় ইউনিগ্যাসের পরবর্তী প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছে। আজ ২৮ নভেম্বর হবিগঞ্জের দি প্যালেস রিসোর্টে ইউনিগ্যাসের বিজনেস সেশনে এ বক্তব্য উপস্থাপন করেন ইউনিটেক্স গ্রুপের সিএফও জনাব মোহাম্মাদ আরিফ। সারা দেশ থেকে আগত ইউনিগ্যাসের প্রায় ৩ শতাধিক ডিস্ট্রিবিউটর এর মাঝে এ অনুষ্ঠানে ইউনিগ্যাসের পরবর্তী ব্যবসায়িক কর্মপরিকল্পনা তুলে ধরেন ইউনিগ্যাসের হেড অফ সেলস এন্ড মার্কেটিং জনাব মো: ফারুকুজ্জামান। এর পরে ডিস্ট্রিবিউটরদের মাঝে সম্মাননা পুরস্কার উপহার দেয়া হয়।

ইউনিগ্যাস ডিস্ট্রিবিউটরস মিট ২০২২-এ ইউনিগ্যাসের সম্মানিত ডিস্ট্রিবিউটরদের সাথে এ ছাড়াও মত বিনিময় করেন ইউনিটেক্স গ্রুপের অপারেশন ডিরেক্টর জোবাইদুল ইসলাম চৌধুরী, গ্রুপ বিজনেস কো-অর্ডিনেটর সাকিব আহমেদ সিদ্দীকী, জিএম একাউন্টস মো. ইরফান, হেড অফ ফাইনান্স মো: কামরুল হাসান এবং এজিএম ব্র্যান্ড মো. রিয়াদ উল কবীর।

এ সম্পর্কিত আরও খবর