ফল প্রকাশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 17:48:04

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ফল প্রকাশের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তিন বছরের ডিগ্রি কোর্স ৬ বছর পার হয়ে গেলেও তা এখনও শেষ হয়নি। গত ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে ডিগ্রির চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস অতিক্রান্ত হলেও এখনো তার ফলাফল প্রকাশ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার ঢাবি ভিসির বরাবর আবেদন করেও কোন লাভ হয়নি।

শিক্ষার্থীরা দেশের শিক্ষাব্যবস্থার ওপর অসন্তোষ প্রকাশ করে বলেন, সেশনজট একটি অভিশাপ, যা শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দেয়। তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আজ আমাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে। তাই আজ যদি আমরা ফলাফলের জন্য মাঠে নামী, সড়ক অবরোধ করি তাহলে এর দায় কার?

সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেলে বেকারত্বের অভিশাপ নিয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নেন । সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নতিতে বহুমূখী উদ্যোগ নিলেও সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা।

শিক্ষার্থীরা অনতিবিলম্বে সেশনজটমুক্ত শিক্ষা, নির্বাচনের আগে ফল প্রকাশের দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর