সুমনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন বড় বোন সোমা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-22 20:10:35

বড় বোন মোমেনা সোমার হাত ধরেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন সুমনা। তাকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য পেয়েছেন ট্রান্স ইন্টারন্যাশনাল কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা গতকাল বুধবার সুমনার রিমান্ডের প্রথম দিন পার হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগে সেখানে পুলিশের হাতে গ্রেফতার হন বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমা (২৪)। মোমেনা সোমাকে গ্রেফতারের পর অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, মোমেনা আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছেন। তার ব্যাপারে খোঁজ নিতে রোববার রাতে ঢাকার কাজীপাড়ায় তাদের বাসায় যায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের দল। একপর্যায়ে সুমনা কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তার ওপর ছুরি নিয়ে আক্রমণ চালান। পুলিশের অন্য সদস্যরা তাকে ধরে ফেলেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, কাদের সঙ্গে সুমনার যোগাযোগ ছিল, তা রিমান্ডে জানার চেষ্টা করা হচ্ছে। মূলত মোমেনাই সুমনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিলেন। সোমার ওপরই নির্ভরশীল ছিলেন তার ছোট বোন আসমাউল হুসনা সুমনা। তার বাংলাদেশ পুলিশ অস্ট্রেলিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা মোমেনাকে জিজ্ঞাসাবাদ করছে। সেখান থেকে তথ্য পাওয়া গেলে মোমেনার পুরো জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে জানা যাবে। তখন জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা যাবে। এদিকে সুমনার বাবা মো. মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গিবাদে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা ।

এ সম্পর্কিত আরও খবর