বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-26 15:21:21

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আয়োজিত সমাবেশের প্রস্তুতিকালে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বাসভবন প্রাঙণে ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও (সিসি ক্যামেরা) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেবাব জেলা ছাত্রলীগের সহ-সভপতি। তার বাবা শাহনেওয়াজ আহমেদ শানু বিএনপি নেতা হিসেবে পরিচিত। তবে তার কোন পদ-পদবী নেই।

বিএনপি সূত্র জানায়, লোডশেডিং ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে প্রস্তুতি নেওয়া হয়। ঘটনার সময় ছাত্রলীগ নেতা সেবাবের নেতৃত্বে ৩০-৪০ জন নেতাকর্মী এসে সভাস্থলে হামলা চালায়। এসময় তারা ব্যানার ছিঁড়ে ফেলে। সমাবেশস্থলে রাখা প্রায় ৫০ টি প্লাষ্টিকের চেয়ার ভাঙচুর করে৷ এর আগে বৃহস্পতিবার রাতে কোন কারণ ছাড়াই কলেজ রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের তারা ধাওয়া করেছে। এছাড়া হাসপাতাল রোড এলাকায় তারা বিএনপির ব্যানার-পেস্টুনও ভাঙচুরের অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে।

ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ বলেন, ভিডিও ফুটেজে আমি নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। হামলার ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, বিএনপির দলীয় কোন্দলের কারণে তারা নিজেরাই ঘটনাটি ঘটিয়েছে। এতে ছাত্রলীগের কেউ জড়িত নয়। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান বলেন, হামলার ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। ঘটনার সময় সমাবেশস্থল এলাকায় পুলিশের উপস্থিতি ছিল। বৃহস্পতিবার রাতেও ছাত্রলীগ কোন কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের দলে কোন কোন্দল নেই। নতুন কমিটি পেয়ে ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাটি শুনেছি। একটি ভিডিও দেখেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর