দিনে-দুপুরে প্রকাশ্যে টাকা ছিনতাই!

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:57:39

নড়াইলের নড়াগাতিতে প্রকাশ্যে দিনের বেলায় ব্র্যাক অফিসের লোন আদায়ের ৪ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নড়াগাতি থানার কলাবাড়িয়া বাজার ব্র্যাক অফিসের ম্যানেজার শেখ রেজাউল ইসলাম জানান, তিনি ও ব্র্যাক অফিসের মাঠ কর্মী মো. শরিফুল ইসলাম নড়াগাতি থানার বর্ণাল-মাথাভাঙ্গা এলাকায় লোনের টাকা সংগ্রহ করেন। দুপুরের দিকে মোটরসাইকেলে করে তারা ব্র্যাক কলবাড়িয়া শাখায় ফিরছিলেন। পথিমধ্যে কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে পৌঁছালে দেশীয় অস্ত্রসহ ৪-৫ দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ ও মারধর করে। পরে কালেকশনের ৪ লক্ষাধিক টাকা ও ব্যবহৃত ২টি মোবাইল নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বর্ণাল পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, ব্র্যাকের দু’কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর