এবার ময়মনসিংহ-কক্সবাজারে মইনুলের বিরুদ্ধে মামলা

বিবিধ, জাতীয়

ডিস্ট্রিক্ট এবং স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 15:14:01

সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ময়মনসিংহ এবং কক্সবাজারে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক রোজিনা খানমের আদালতে একটি মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ১১২২/২০১৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ওই মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ কটূক্তি করেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে একজন নারী হিসেবে তিনি সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে অপমানিত হয়েছেন। তাই এর প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরআগে সোমবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সাবেক পৌর আওয়ামী লীগের এ নেতা ১০ কোটি টাকার মানহানি মামলাটি করেন। আজ আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী ইকবালুর রশিদ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে ঠাকুরগাঁও, রংপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বেশ কয়েকটি স্থানে মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর