বাবর-পিন্টুসহ ১৯ জনের ফাঁসির আদেশ

ঢাকা, জাতীয়

বার্তা২৪টিম | 2024-01-02 19:52:59

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৪ বছর পর ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াল সেই গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশারফ হোসেন কাজল বলেন, ‘প্রত্যেক আসামিই দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ১৯ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মোট আসামি ৫২ জন। তবে মামলা বিচারকালীন জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলায় এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও শরিফ শাহেদুল ইসলাম বিপুলের ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বর্তমানে আসামির ছিলেন ৪৯ জন।

 

বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণার সঙ্গে ১৪ বছরের অপেক্ষা অবসান ঘটল।

মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্য আসামিরা হলেন, মওলনা মো: তাজউদ্দিন (পলাতক), শেখ আব্দুস সালাম, মো: আব্দুল মাজেদ ভাট ওরফে মো: ইউসুফ ভাট,  আব্দুল মালেক গেলাম মোহাম্মদ ওরেফে জিএম, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মহিবুল্লাহ ওরফে মুফিজুর রহমান ওরফে অভি, মওলানা আবু সাঈদ ওরফে ডাক্তার জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মওলানা আবু তাহের, হোসাইন আহম্মেদ তামিম, মঈনদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ, মো: রফিকুল ইসলাম ওরফে সবুজ, খালেদ সাইফুল্লাহ ওরফে শামীম ওরফে রাশেদ, মো. উজ্জল ওরফে রতন, মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হয়দার চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল আব্দুর রহিম, মো: হানিফ (হানিফ পরিবহনের মালিক)।

এ সম্পর্কিত আরও খবর