শরতে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-21 18:28:28

ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। এখনো শীত আসতে ২ মাস বাকি। তবুও ঝিনাইদহে ঘন কুয়াশা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) ও বুধবার (১০ অক্টোবর) ভোর রাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় শহর-গ্রাম। ভোর রাত থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশা ছিল। সূর্যের মুখ দেখা যায়নি। অনেকে কুয়াশাকে শীতের আগমনী বার্তা বলে মনে করছে।

তবে কুয়াশার কারণে মাঠে ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছে এলাকার কৃষকরা। সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের কৃষক মশিউর রহমান জানান, আশ্বিন মাসে হঠাৎ করে এমন কুয়াশা আগে দেখা যায়নি। পর পর দুইদিন কুয়াশা দেখা গেছে। এতে ধানসহ শীতকালীন আগাম সবজির ক্ষতি হবে বলে ধারণা তার।

এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন রুটে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর