‘এস কে সিনহার বিষয়টা অবজার্ভ করছি’: প্রধানমন্ত্রী

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 07:01:01

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) লিখিত বই নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে কথাগুলো উনি (এস কে সিনহা) বলেছেন, এখানে আমার কমেন্ট করার কিছু নেই। আমি তো আগেই বলেছি আমি কোন কমেন্ট করতে চাই না। শেষ পর্যন্ত কী করেন, দেখি। আমি বিষয়টা অবজার্ভ করছি।’

এস কে সিনহার বই-এ উল্লেখিত আওয়ামী লীগকে সমর্থন না দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে অংশগ্রহণের কর্মকাণ্ড তুলে ধরতে বুধবার (৩ অক্টোবর) বিকালে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

এস কে সিনহার বিচারপতি হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে তাঁকে প্রথম প্রধান বিচারপতি বানিয়েছিলাম। তিনি সে পদটাকে সেভাবে সম্মানজনকভাবে ধরে রাখতে পারেননি। এখানে আমাদের কিন্তু কিছু করার ছিল না।’

‘তাঁরই সহকর্মী আপিল বিভাগের বিচারপতিরাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁর নামে অভিযোগ পেশ করেন। তাঁরা তখন এস কে সিনহার সঙ্গে কোর্টে বসতেও অনীহা জানিয়েছিলেন। সমস্যটা কিন্তু ওখানে সৃষ্টি, এখানে আমরা কিছু করিনি।’

সিনহার লিখিত বই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বই যেটা লিখেছেন সেটা পড়েন। কোন আপত্তি নেই। পড়ে দেখেন কি লিখেছেন। আর কথা হচ্ছে আমরা কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি না। তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যেন আমাকে সমর্থন না দেয়। এই রকম তো সবাই করে ‘

‘এই যে বিএনপি যাচ্ছে,সবাই যাচ্ছে, গিয়ে তো অনুরোধ করে আসছে। এখন কে সমর্থন করবে, কে সমর্থন করবে না, বা বাইরে থেকে মুখাপেক্ষী হয়ে রাজনীতি করি না। আমি মনে করি, আমার জোর হচ্ছে আমার দেশের জনগণ। জনগণের সমর্থন আছে কিনা, জনগণ আমাকে চায় কি না, জনগণ আমাকে ভোট দেবে কি না, সেটাই বিবেচ্য বিষয় আমার।’ 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এ সম্পর্কিত আরও খবর