প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা নেয়া, আটক ২

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:36:54

খুলনা: মাদকবিরোধী অভিযানে ১৪০ লিটার চোলাই মদসহ ১৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ত্রিশ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাব-৬ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

চোলাই মদসহ আটককৃতরা হলেন- নগরীর মুন্সিপাড়ার রুস্তুম আলী হাওলাদারের ছেলে সোহরাব হোসেন লিটু (৪২), গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মসুদ মুন্সির ছেলে হায়াত আলী (৪৭), ৫নং ঘাট এলাকার হাবিব মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮), বাগেরহাট মোড়লগঞ্জের সাত্তার শেখের ছেলে কোরবান শেখ (২৬), কয়রার আবুল কাশেমের ছেলে জোবায়ের হোসেন (২২), পূর্ব বানিয়া খামারের জাহাঙ্গীর সরদারের ছেলে আবুল কালাম সরদার (৩৫), মাদারীপুরের শাহেদ আলী খালাসির ছেলে মজনুল খালাসি (৪৫), দারোগাপাড়ার ফজলুল হকের ছেলে ওমর ফারুক (৪৮), বাগেরহাট মংলার আজাহার আলী হাওলাদারের ছেলে হারুন অর রশিদ মিলন (৪১), রুপসার গোলাম আলী মোড়লের ছেলে সামসুল মোড়ল (৫০), খালিশপুরের শেখ আব্দুল আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৭), রুপসার আলতাফ হোসেনের ছেলে ইমরান হেসেন (২২), রুপসার শরিফের ছেলে আসলাম (৪৮), খালিশপুরের হায়দার আলীর ছেলে আমিনুল ইসলাম লিটন (৩৩), গগণ বাবু রোডের ইসলাম সওদাগরের ছেলে শহিদুল ইসলাম (৫২)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে খুলনা সদর থানাধীন বড় বার্মাশীল রোড সুইপার কলোনিতে অভিযান চালিয়ে ১৪০ লিটার চোলাই মদসহ ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে তথ্য ছিল। তারা প্রত্যেকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত এবং ব্যক্তিগতভাবে সেবনও করে। আটককৃতদের নামে খুলনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

অপরদিকে একইদিন খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার কতিপয় ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ত্রিশ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগেও দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- খুলনা নগরীর করিম নগরের কাজী আব্দুর রউফের ছেলে কাজী আব্দুল মুনিম ও তার স্ত্রী তানজিলা হাসান ঝুমা (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১২টি সিম, ১টি মোবাইল, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর