সাগর পাড়ে ঢেউয়ের তালে তালে উন্নয়ন কনসার্ট

চট্টগ্রাম, জাতীয়

মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-26 15:22:58

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সমূদ্র সৈকতের লাবণী পয়েন্টে হয়ে গেলো উন্নয়ন কনসার্ট। সাগরের উত্তাল ঢেউ‘য়ের তালে তালে গান গেয়ে দর্শক মাতিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। সরকারের উন্নয়ন কনসার্ট দেখতে সাগরপাড়ে ভিড় করে হাজারো মানুষ। দেশী-বিদেশী পর্যটকে মূখরিত হয় রাতের সমূদ্র সৈকত।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর এবার জেলা শহরে কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কক্সবাজার সমূদ্র সৈকতের লাবণী পয়েন্টে শনিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটা থেকে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে এ উন্নয়ন কনসার্ট।

এরআগে, কনসার্ট ও উন্নয়ন মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, কক্সবাজার জেলা প্রশাসক মো, কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল ও পর্যটন) এস এম সরওয়া কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমূখ।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, “সরকারের জনকল্যাণমূলক  উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হয়েছে। গানে গানে সাধারণ মানুষকে সরকারের  উন্নয়নের কথা বলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বার্তা২৪.কমকে বলেন, কনসার্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সব খবর জানার জন্য আজকে সমূদ্র সৈকতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। সেটি বুঝতে পেরেছে সাধারণ মানুষ। আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত হচ্ছে কক্সবাজার।

অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল ও পর্যটন) এস এম সরওয়ার কামাল বার্তা২৪.কমকে জানান, উন্নয়ন কনসার্টকে কেন্দ্র করে সমূদ্র সৈকত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। স্থানীয়দের পাশাপাশি এ কনসার্ট দেখতে দেশী-বিদেশী পর্যটকরাও ভিড় জমিয়েছিল। এরপরে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘জলের গান’র গানে গানে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর