বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা: ইলিয়াস কাঞ্চন

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:46:41

 

দ্রুত ও বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিংয়ের সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট চট্টগ্রামে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানো ও এর পেছনে উপসকানি দেওয়া ব্যক্তিরাই দায়ী।  প্রয়োজনে এদের হুমুকের আসামি করতে হবে। বিদ্যমান অবস্থায় থেকে রেহায় পেতে আমাদের সচেতন হতে হবে। না হয় সড়কে হারাতে হবে প্রিয়জনকে। তিনি এসময় তড়িঘরি করে সময়ের দিকে নজর না দিয়ে ধীরে সুস্থে ও নিয়ম মেনে চলাচলের পরামর্শ দেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল),  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি চট্টগ্রাম সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) রায়হানা আক্তার উর্থি।

এ সম্পর্কিত আরও খবর