অন্যকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে হারালেন পুলিশ কর্মকর্তা

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:43:03

রংপুর: বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিজের স্ত্রীকে হারালেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম। স্ত্রী নাজমিন বেগম ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজমিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় রবিউল ইসলাম গুরুতর আহত হন। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বার্তা২৪.কমকে জানান, দিনাজপুরের বিরল উপজেলার গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন রবিউল। পথিমধ্যে দুপুরের দিকে মিঠাপুকুরে হাসনাহেনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার স্ত্রী নাজমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছেন এএসআই রবিউল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সন্তান ২জন অক্ষত রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর