আজই মিলবে মিন্নির কারামুক্তি?

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 11:27:19

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির হাইকোর্টের দেওয়া জামিনের রায়ের অনুলিপি পৌঁছেছে বরগুনার আদালতে। তবে কি মঙ্গলবারই কারামুক্ত হচ্ছেন মিন্নি?

রায়ের অনুলিপি পৌঁছানোর পর এখন চলছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার কাজ। এরপরই হতে পারে মিন্নির ৪৯ দিনের কারাবন্দিত্বের অবসান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মিন্নিকে দেওয়া হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষরিত জামিনের অনুলিপি বরগুনার আদালতে পৌঁছায়।

মিন্নির আইনজীবী মো. মাহবুবুল বারী আসলাম জানান, হাইকোর্টের জামিনের রায়ের স্বাক্ষরিত অনুলিপি দুপুর ১টার দিকে বরগুনার আদালতে এসে পৌঁছেছে। এখন আমরা মিন্নির পক্ষে জামিননামা (বেলবন্ড) দাখিল করব। আদালত জামিননামা গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে মিন্নির মুক্তির আদেশ পাঠাবেন। আশা করছি, সকল প্রক্রিয়া শেষে আজই মিন্নিকে মুক্ত করা সম্ভব হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) মিন্নিকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ আদেশ দেন।

তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ঘোষণা দিয়েছে। এ আপিলে শিগগিরই শুনানির সম্ভাবনা কম।

রোববার (১ সেপ্টেম্বর) মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তার আগে গত ২৯ আগস্ট মিন্নির জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় দেন।

রায়ে বলা হয় মিন্নিকে বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে জামিননামা সম্পাদনের শর্তে জামিন প্রদান করা হলো। জামিনে থাকা অবস্থায় আসামি মিন্নি পিতার হেফাজতে থাকবেন এবং তিনি গণমাধ্যমে কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন। আসামি কর্তৃক অন্তর্বর্তীকালীন জামিনের সুবিধা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আদালত আইনের নির্ধারিত নিয়মে জামিন বাতিল করতে পারবেন।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে রিফাত শরীফকে কোপাতে থাকে সন্ত্রাসীরা। স্ত্রী মিন্নি রিফাতকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২ জুলাই ভোরে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

১৬ জুলাই সকালে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রিফাত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ওই দিন রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর