ব্যক্তিগত গাড়ি-অটোরিকশা রিকুইজিশন করতে পারবে না পুলিশ

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 11:24:39

ঢাকা মহানগর এলাকায় প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি রিকুইজিশন নিতে পারবে না পুলিশ। রিকুইজশন করতে হবে জনস্বার্থে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

রিকুইজিশনের পর পুলিশের কোনো কর্মকর্তা তার ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করতে পারবেন না। করলে অসদাচারণের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ধরনের মোট ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের গাড়ি রিকুইজিশন বাণিজ্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে দায়ের করা রিটে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এ রুল নিষ্পত্তি করে বুধবার (৩১ জুলাই) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ডিএমপির পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর