‘৩ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ কেন অবৈধ নয়’

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 15:49:04

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পরিপত্র বলে তিনজন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধ সচিব, উপসচিব, সহকারী সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের (জামুকা) চেয়ারম্যানসহ ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মুক্তিযোদ্ধা মো. ফিরোজ খান, নাজির হোসেন ও প্রয়াত মুক্তিযোদ্ধা আক্য মংয়ের স্ত্রী মিশাং রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে তারা গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের (বামুস) সনদ রয়েছে, তাতে ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বেসামরিক প্রজ্ঞাপন ও বাহিনী প্রজ্ঞাপনে তাদের নাম অবশ্যই থাকতে হবে। এ পরিপত্রের কারণে ৪৭ হাজার মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত হয়ে যায়। কক্সবাজারের তিন মুক্তিযোদ্ধার ভাতা পরিপত্রের পর আটকে যায়। এতে সংক্ষুব্ধ হয়ে তারা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী  ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর