প্রশাসনিক কর্মকর্তা খাদেম হত্যায় ৬ আসামির ফাঁসি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-28 01:45:18

আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম হত্যা মামলায় ছয় আসামির ফাঁসি ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শহিদুর রহমান খাদেম, মাহবুব আলম লিটন ওরফে দাঁত ভাঙ্গা লিটন, শেখ শামীম আহমেদ, জুয়েল, কামাল হোসেন বিপ্লব (পলাতক), সোহেল ওরফে ক্যাটস আই সোহেল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু (পলাতক)। তাকে অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আজগর হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

২০০৯ সালের ৩ মে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে খাদেমকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের ছেলে সাইদুল হক খাদেম মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি তদন্ত করে দণ্ডপ্রাপ্ত আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় র‌্যাব। গ্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। রায় প্রদানের আগে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ সম্পর্কিত আরও খবর