অভিজিৎ হত্যার আসামি ফারাবী আইসিটি মামলায় খালাস

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:41:46

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি শফিউর রহমান ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের এক মামলায় খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্ সামশ জগলুল হোসেন এ রায় প্রদান করেন। আইসিটি মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেওয়া হয়।

রায় ঘোষণার জন্য আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দিয়ে আসছিলেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কলাম ছাপানোর জন্য পত্রিকাটির সম্পাদক নঈম নিজামকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

২০১৫ সালের ১৪ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রমনা থানায় মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ৩০ নভেম্বর চার্জশিট দাখিল করা হয়। পরে ২০১৬ সালের ৫ এপ্রিল ফারাবীর বিচার শুরু হয়।

অভিজিত হত্যা মামলায় যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর