অভিনেত্রী হিমুর মৃত্যুর প্রতিবেদন ১৩ মে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-24 12:47:21

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ মে ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।

গত ২ নভেম্বর হিমুর খালা নাহিদ আক্তার বাদী হয়ে জিয়াউদ্দিন ওরফে রুফিকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি (৩৬) হিমুর বয় ফ্রেন্ড। গত ৬ মাস আগে থেকে সে নিয়মিত হিমুর বাসায় যাতায়াত করে এবং মাঝে মধ্যে বাসায় রাত্রী যাপন করতো। ১ নভেম্বর রুফির মোবাইল নাম্বার ও ভিগো আইডি ব্লক দেয় হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। ২ নভেম্বর বিকেল ৩ টার দিকে রুফি হিমুর বাসায় আসে। ৫ টার দিকে রুফি চিৎকার করতে করতে বলে হিমু আত্মহত্যা করেছে। তখন গৃহকর্মী মিহির তাকে বলে আপনি তো রুমেই ছিলেন। তখন সে বাথরুমে ছিলো বলে জানায়। ওই সময় হিমু রুমের সিলিং ফ্যানের হুকের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ সম্পর্কিত আরও খবর