নির্বাচন বাতিলের দাবিতে আইনজীবীদের কালো পতাকা মিছিল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-01-30 14:31:23

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কালো পতাকা মিছিল-সমাবেশ করেন তারা। এর আগে দুপুর ১টা হতেই সমিতির সামনে এসে জড়ো হন আইনজীবীরা।

মিছিলটি আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গন ঘুরে ফের একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা কালো পতাকা ও বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার বহন করছিলেন।

মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শতাধিক আইনজীবী এ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবেশী দেশের সহায়তায় আওয়ামী লীগ ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। তারা এ সরকার মানেন না। দেশে দ্বিতীয় বাকশাল কায়েম করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর