অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-28 14:05:53

ক্যাসিনোকাণ্ডে আলোচিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় বাকি ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন, শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।

মামলার বিচারকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে আটক করে পুলিশ। সে সময় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়।

আসামিদের মধ্যে এনু-রুপনসহ ৬ আসামি অন্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।

২০২০ সালের ১৩ জানুয়ারি এনু ও রুপনকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর